সিলেটে দুই বিমানের পাখায় সংঘর্ষ

Passenger Voice    |    ১১:২২ এএম, ২০২৪-০১-০৩


সিলেটে দুই বিমানের পাখায় সংঘর্ষ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের পাখার সঙ্গে আরেকটির পাখার ‘ঘষা’ লেগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২ জানুয়ারি)  ঢাকায় নামতে না পেরে ওই বিমানবন্দরে পাঁচটি উড়োজাহাজ একে একে অবতরণ করে। এর মধ্যে ইউএস-বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল।

সংশ্লিষ্টরা জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চীনের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল। পরে ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় একটি পাখার সঙ্গে আরেকটি পাখার ‘ঘষা’ লাগে। এতে দুটি উড়োজাহাজেই ত্রুটি দেখা দেয়। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, পাঁচটি উড়োজাহাজের মধ্যে চারটি যাত্রী নিয়ে মঙ্গলবার সিলেট ত্যাগ করে। ইউএস-বাংলার একটি উড়োজাহাজ যান্ত্রিক সমস্যার জন্য বিমানবন্দরে রয়েছে। সেটির মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে বুধবার (৩ জানুয়ারি) সেটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানান তিনি।

হাফিজ আহমদ আরও জানান, পার্কিংয়ের সময় পাখার সঙ্গে উড়োজাহাজের পাখার একটি অংশের ‘ঘষা’ লেগে যান্ত্রিক সমস্যা হয়েছিল। ওই দুই ফ্লাইটের যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।


প্যা/ভ/ম